কলকাতার কাছেই যদি কখনো একপাল হরিনের দেশে ঘুরে আসতে চান, একখানা ছুটির দিনে সকাল সকাল বেরিয়ে পড়ুন বল্লভপুর।
কবিগুরুর নিজের দেশ। শান্তিনিকেতন। সেখান থেকে 5 কিলোমিটার দূরেই প্রকৃতির ছায়ায় ঘেরা বল্লভপুর উইল্ডলাইফ santuary।
কলকাতা থেকে ট্রেন এ বোলপুর স্টেশন এ পৌঁছাবেন। প্রায় 3 ঘন্টার রাস্তা। স্টেশন এ নেমে অটো কিংবা রিকশা বা টোটো গাড়ি ভাড়া করে পৌঁছে যাবেন বল্লভপুর এ।
নিজেও গাড়ি নিয়ে যেতে পারেন। গাড়ি রাখার ব্যবস্থাও আছে। ভিতরে ঢুকে বেশ খানিক তা এগোলেই বুঝতে পারবেন, আপনি হঠাৎ জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন! বাদিকে বাক নিলেই খুঁজে পাবেন একপাল হরিণ। সংখ্যায় প্রায় 100 রও বেশি। পশ্চিমবাংলায় একসাথে এত হরিণ সামনে থেকে আর কোথাও দেখতে পাবেন কিনা সন্দেহ!
যদি শীতের সময় পারি জমান, সকালবেলায় নাম না জানা অনেক পাখির খোঁজ পেয়ে যাবেন! শীতের সকালে কুয়াশাঘন গাছগাছালির মধ্যে নিজেকে হারিয়ে ফেলাও অসম্ভব না। হরিনের পাল ছেড়ে এগিয়ে গেলে কিছু দূরেই একটা watch tower আছে। প্রায় 4-5 তলা উঁচু। প্রকৃতি কে উপভোগ করার এক সুবর্ণ সুযোগ, যদি আপনি কষ্ট করে একটু উপরে উঠতে পারেন!
Watch tower ছাড়িয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ ই গাছগাছালির ভিড়ে মন টা আচ্ছন্ন হয়ে ওঠে।
বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে আসবেন শান্তিনিকেতন এ । যদি হাতে বেশ কিছুটা সময় থাকে, শান্তিনিকেতন টাও ঘুরে নিতে পারেন। না হলেও ফেরার পথে পথের দুধারে দোকান গুলোয় ঘুরে নিতে পারেন।
বিকালে হাওড়ায় ফেরার জন্য ট্রেন রয়েছে। এক দিনেই ঘুরে ফিরে আসতে পারেন বল্লভপুর। তাই কখনোও যদি শহুরে জীবন একঘেয়ে লাগে, বেরিয়ে পড়ুন!
Check out Shantiniketan and Ballavpur images
Visited by Suman.Dip
0 Comments
Thank You!!!