About



নমস্কার!

পশ্চিম বাংলার প্রকৃতি রাজ্যে আপনাকে স্বাগত!

      কবিগুরুর সোনার বাংলা হোক, কিংবা জীবনানন্দের রূপসী বাংলা, এ বাংলার মন ভোলানো রূপের মায়া গোটা জগৎ জুড়ে। তাই হয়তো জীবনানন্দ বলেছিলেন, " বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে যাই না আর।"

      অপরূপ রূপে সমৃদ্ধ বাংলার আকাশে বাতাসে শুধুই প্রানের ছোয়া। পায়ের নিচে যেমন বালুকা বেলায় সাগরের জল ছুঁয়ে যায়, তেমনি এই বাংলার ই আকাশে গড়ে ওঠে মেঘের ঠিকানা, কাঞ্চনজঙ্ঘার হাত ধরে।

      উত্তরে পাহাড়, দক্ষিণে সমুদ্র আর অসংখ্য নদী খাল বিল নিয়ে বাংলার প্রাণ ঐশ্বর্যে ভরপুর। এছাড়াও পাহাড়, ঝর্ণা, ঝিল, আর সর্বোপরি জঙ্গল নিয়ে পশ্চিমবঙ্গ আর সেরাদের অন্যতম।

      বাংলার প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানা  অজানা হাজারো ছুটির ঠিকানা। আমাদের প্রয়াস সেইসব ছোট বড় জায়গার হদিশ বাংলায় উপস্থাপনা করা। 

বেশির ভাগ ক্ষেত্রেই আমি চেষ্টা করেছি বিভিন্ন সোশ্যাল সাইট থেকে বাস্তবিক অভিজ্ঞতা গুলি খুঁজে শেয়ার করতে তাতে ধারণা আরো বাস্তবিক হবে

      আপনাদের review আমাদের ব্লগ এ একান্ত প্রয়োজনীয়। তাই, আপনাদের দৃষ্টি ভঙ্গী তে বাংলার রূপ কেমন তা, মেনশন করতে ভুলবেন না।

      আমাকে বাংলা সম্পর্কে জানতে বা, এই সাইটে কোনো তথ্য ভুল থাকলে, আমায় মেইল করুন, অথবা কমেন্ট করুন।

      আমাদের Facebook youtube পেজে wbtourismonline এ সমস্ত খুঁটিনাটি সম্পর্কে updated থাকুন।

-ধন্যবাদ।
সুমন দাস


আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি... - রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ দেখতে যাই না আর... - জীবনানন্দ দাশ
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এত টা দূর... - প্রতুল মুখোপাধ্যায়

0 Comments