পাখিতে মানুষে , মুন্সিরহাট

রাস্তায় যেতে যেতে আচমকা দাঁড়িয়েছিলাম, ধানের খেতে কয়েকটা আইবিশ আর বক এর ছবি তুলবো বলে! তো আমি বাইকের উপর বসে আছি, আর বন্ধুটি ছবি তুলছে! এক ভদ্রলোক হাঁটতে হাঁটতে এলেন, নেহাতই মাঠে নামবেন বলে কাঁধে কোদাল নিয়েই এসেছেন। প্রশ্ন ছুড়লেন, "ও কি করছে?" (আমার বন্ধুটি) বললাম ছবি তুলছে। বললেন "কিসের ছবি?" বললাম পাখির ছবি! ব্যাস!!! এমন অবাক চোখে তাকালেন যে মনে হলো যেন হরধনু বুঝি আমরাই ভেঙেছি! বললেন, পাখির ছবি তুলে কি হবে?? ওরা তো রোজই এখানে থাকে! বলে নিজের মনেই বিড়বিড় করতে করতে চলে গেলেন! ভাবখানা এমন যে আমাদের কাজ নেই, চাল নেই, চুলো নেই, এসব অকাজ করতে এসেছি!! (পাখির ছবি তুলতে এসেছি!)
কথাটা অত্যন্ত স্বাভাবিক! গ্রামের লোকের জীবনযাত্রায় ওসবের কোনো মূল্য নেই! তারা আকছার প্রকৃতির মাঝেই রয়েছে! সেখানে পাখি আর মানুষ নির্বিবাদে একই সাথে কাজ করে!! কিন্তু তাদের বোঝাই কি করে, শহরের লোকের কাছে এসবেরই আকাল!!
মুন্সিরহাট যাওয়ার পথে, হাওড়া!

0 Comments