Banshberia, the Hindu-Christian curture

বাসবেরিয়ায় একটি বিখ্যাত মন্দির স্থাপত্য হলো
হংসেশরী মন্দির। টেরাকোটা শিল্পের অপরূপ নিদর্শন বাসবেরিয়ায় রাজা রামেশ্বর দত্তের গোড়া অনন্ত বাসুদেব মন্দির আর রাজা নৃসিংহদেব ও তাঁর সহধর্মিনী রানী শঙ্করীর তৈরী বেলেপাথরের 'ত্রয়োদশরত্ন' হংসেশরী মন্দির। মন্দির আর প্রাসাদের গায়ের পরিখা বেষ্টিত 401 বিঘা সবুজ জমির উপর শীত মরশুমে চড়ুইভাতির আসর বসে।

0 Comments