Udaypur, walking on the sands

Wikimedia Commons
উদয়পুর, সমুদ্র সীমান্তে
বাঙালির সমুদ্র সৈকত মানেই দিঘা! গরম পড়লেই দলে দলে বেরিয়ে পড়ি দীঘার সৈকতে। কিন্তু সবাই যখন দীঘার ভিড়ে পাড়ি জমাচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে হতেও পারে, সৈকত, সে একটু ফাঁকাই ভালো! আর কি, বেরিয়ে পড়ুন দীঘার কাছেই উদয়পুর বীচে!

হাওড়া থেকে ট্রেন কিংবা বাস এ করে দিঘা যাওয়া যায়। দিঘা থেকে ভ্যান রিকশা করে মাত্র 2 কিলোমিটার পথ। তালসারি থেকেও ভ্যান রিকশায় 7 কিলোমিটার পথ।

উদয়পুর নিউ দীঘার কাছেই উড়িষ্যা সীমান্তে একটি বিখ্যাত সমুদ্রসৈকত। দীঘার থেকে বেশ কিছুটা নির্জন হওয়ায় উদয়পুর সৈকত বেশ উপভোগ্য।
কলকাতা থেকে একদিনেই গিয়ে ফেরা সম্ভব। যদিও সমুদ্র কে উপভোগ করার সবচেয়ে ভালো সময় হলো ভোর আর সন্ধ্যে বেলা।

সমুদ্রের কাছেই হোটেল গুলিতে থাকতে পারেন। উদয়পুর এ খুব ভোরবেলা যদি উঠতে পারেন, নৌকোপূজা ও দেখে নিতে পারেন।

উদয়পুর এ সমুদ্রদেবতার নামে উৎসর্গ করে জেলেরা পুজো দেন। যাতে তাদের জীবিকা নির্বিঘ্নে সম্পন্ন হয়। এবং ভোরবেলাতেই পূজা করে তারা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।

স্থানীয় কেনাকাটার জন্য উদয়পুর ছাড়াও দীঘার সৈকত রয়েছেই।

ফেরার পথে দিঘা ঘুরে দিঘা থেকেই হাওড়ায় ফেরার ট্রেন পাবেন।

দিঘা যদি একঘেয়ে লেগে থাকে, উদয়পুর ঘুরে আসুন।



Visited by Suman.Dip

0 Comments