ছবি ও লেখা ঃ সৌমিত্র চট্টোপাধ্যায় |
Arpan Bhattacharjee |
হাওড়া-কাটোয়া রেলপথে নবদ্বীপধাম স্টেশনের গোটাতিনেক স্টেশন পরেই পূর্বস্থলী। সেখান থেকে টোটো ধ'রে মিনিট বারো দূরত্বে চুপি গ্রাম। আজ এক পরিচিত নাম। ভাগীরথীর মূলস্রোত থেকে আগত এক বিচ্ছিন্ন জলধারায় সৃষ্ট হয়েছে একটি অশ্বক্ষুরাকৃতি (oxbow) জলরাশি.....যা দৈর্ঘ্যে প্রায় 11কিমি এবং ভৌগোলিক কারণেই অগভীর ও অচঞ্চল। চুপিচর বা চুপির চর হিসেবেই পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জায়গা ক'রে নিয়েছে বর্ধমান জেলার এই গ্রামটি।
নভেম্বরের মধ্যভাগ থেকে ফেব্রুুয়ারীর শেষ পর্যন্ত হিমালয় এবং সুদূর ইউরোপ ও মধ্য এশিয়া থেকে আগত হাজারো পরিযায়ী পাখির কলকাকলিতে ভ'রে ওঠে এই জলাঞ্চল। সকালের নরম রোদ গায়ে মেখে মায়াবী কুয়াশার পাতলা চাদরে মোড়া এই চরে দাঁড়টানা নৌকায় ব'সে নয়ন মেলে দেখুন ভিসাহীন পরিযায়ীদের দিনযাপন। দিনশেষে ফিরে যান । স্বপ্নময় এক বর্ণালীর মত দিনটি আনাগোনা করবে মনের আনাচে-কানাচে। ওদের কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে ।।
নভেম্বরের মধ্যভাগ থেকে ফেব্রুুয়ারীর শেষ পর্যন্ত হিমালয় এবং সুদূর ইউরোপ ও মধ্য এশিয়া থেকে আগত হাজারো পরিযায়ী পাখির কলকাকলিতে ভ'রে ওঠে এই জলাঞ্চল। সকালের নরম রোদ গায়ে মেখে মায়াবী কুয়াশার পাতলা চাদরে মোড়া এই চরে দাঁড়টানা নৌকায় ব'সে নয়ন মেলে দেখুন ভিসাহীন পরিযায়ীদের দিনযাপন। দিনশেষে ফিরে যান । স্বপ্নময় এক বর্ণালীর মত দিনটি আনাগোনা করবে মনের আনাচে-কানাচে। ওদের কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে ।।
Some Information:
**If possible, proceed in the morning. The birds move away during daytime since the villagers begin roaming in the lakes.
**We stayed the previous night at Nabadwip. Started early morning with a reserved TOTO for Rs500/-. It takes half an hour one way. You may avail local train at 6.45am from Nabadwip.
** A boat charges Rs.150/- an hour for 4 persons. Minimum 4 hours journey is required.
** NO FOOD OR DRINKING WATER IS AVAILABLE ENROUTE.
** You may contact Sanjoy Singha (9564642694).. the Guide, Spotter and Arranger... charges Rs100/- per hour on boat but his company will add some significance to your journey. He also accommodates travelers at Purbasthali itself.
Best Wishes for a happy Journey at Chupir Char.
**If possible, proceed in the morning. The birds move away during daytime since the villagers begin roaming in the lakes.
**We stayed the previous night at Nabadwip. Started early morning with a reserved TOTO for Rs500/-. It takes half an hour one way. You may avail local train at 6.45am from Nabadwip.
** A boat charges Rs.150/- an hour for 4 persons. Minimum 4 hours journey is required.
** NO FOOD OR DRINKING WATER IS AVAILABLE ENROUTE.
** You may contact Sanjoy Singha (9564642694).. the Guide, Spotter and Arranger... charges Rs100/- per hour on boat but his company will add some significance to your journey. He also accommodates travelers at Purbasthali itself.
Best Wishes for a happy Journey at Chupir Char.
Visited by Suman.Dip
0 Comments
Thank You!!!