পাহাড়ে ঘেরা, সবুজে ঢাকা এক সাজানো এক লেপচা জনপদ। নাম সিটং। কার্শিয়ং মহকুমার এই ছোট্ট এলাকাই এখন পর্যটন মানচিত্রের নতুন আকর্ষণ। রয়েছে সাধ্যের মধ্যে হোম স্টে পরিষেবাও । মেঘবিতান এমনই একটি ঠিকানা যার অবস্থান একদম চা বাগানের মধ্যে । আর এখান থেকেই আপনি পাবেন পাহাড়ের সবথেকে মহার্ঘ , ১৮০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা র অনুপম দৃশ্য । মিনিট দশেক নেমে গেলে পাবেন কমলালেবুর বাগান ( শীতকালে )। আপনাকে স্বাগত জানাবে গাছে ঝুলে থাকা , থোকা থোকা কমলালেবু । আপনি নিউ জলপাইগুড়ি থেকে বিরিক হয়ে আসতে পারেন অথবা কার্শিয়ং হয়ে দিলারাম থেকে ডানদিকে বাঁক নিয়ে । ঘণ্টা দুয়েক লাগবে । প্রথমদিন পৌঁছে একটু হেঁটে ঘুরে নিন আশপাশের লেপচা গ্রাম , পাঁচ পোখরি , নামথিং পোখরি আর একটু ছোট করে জঙ্গল ট্রেক । দ্বিতীয় দিন চলে যান কবিগুরুর স্মৃতিধন্য মংপু তে । দেখুন টেগোর মিউসিয়াম আর অর্কিড হাউস । যাবার পথেই পাবেন ছোট্ট পাহাড়ি দামাল নদী রিয়াং খোলা আর সেই কমলালেবুর গ্রাম । পরের দিন অর্থাৎ তৃতীয় দিন যেতে হবে লটপাঞ্ছর , আলধারা ভিউ পয়েন্ট । এই জায়গা গুলো এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পক্ষি দর্শনের জন্যে ।
মেঘবিতানে আছে দুটো পাঁচ বিছানা র কটেজ । যদি দুজন থাকেন তবে লাগবে ১৫০০ টাকা , তিনজন থাকলে ১৩০০ টাকা আর চার অথবা পাঁচ জন থাকলে লাগবে ১২০০ টাকা করে। হ্যাঁ , খাওয়া সমেত প্রতিদিন জনপ্রতি হিসাবে । চাইলে তাঁবুতেও থাকা যাবে @ ১০০০ টাকা হিসাবে । তবে কি এই পূজোর ছুটিতেই যাদের টিকিট আছে কিন্তু জায়গা ঠিক করতে পারেন নি , চলুন এই অরেঞ্জ ভ্যালিতে । ফোন করুন বুকিং এর জন্যে সমীর ধালি কে @ ৯৩৩৩৪৭৩৭৪৫ ( Samir Dhali @ 9333473745) The above rates are per head per day with food.
0 Comments
Thank You!!!