Shittong, within the Woods

Image :  (C) Debasis Bonnerjee
SITTONG এক পাহাড়ি কাব্য

পাহাড়ে ঘেরা, সবুজে ঢাকা এক সাজানো এক লেপচা জনপদ। নাম সিটং। কার্শিয়ং মহকুমার এই ছোট্ট এলাকাই এখন পর্যটন মানচিত্রের নতুন আকর্ষণ। রয়েছে সাধ্যের মধ্যে হোম স্টে পরিষেবাও । মেঘবিতান এমনই একটি ঠিকানা যার অবস্থান একদম চা বাগানের মধ্যে । আর এখান থেকেই আপনি পাবেন পাহাড়ের সবথেকে মহার্ঘ , ১৮০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা র অনুপম দৃশ্য । মিনিট দশেক নেমে গেলে পাবেন কমলালেবুর বাগান ( শীতকালে )। আপনাকে স্বাগত জানাবে গাছে ঝুলে থাকা , থোকা থোকা কমলালেবু । আপনি নিউ জলপাইগুড়ি থেকে বিরিক হয়ে আসতে পারেন অথবা কার্শিয়ং হয়ে দিলারাম থেকে ডানদিকে বাঁক নিয়ে । ঘণ্টা দুয়েক লাগবে । প্রথমদিন পৌঁছে একটু হেঁটে ঘুরে নিন আশপাশের লেপচা গ্রাম , পাঁচ পোখরি , নামথিং পোখরি আর একটু ছোট করে জঙ্গল ট্রেক । দ্বিতীয় দিন চলে যান কবিগুরুর স্মৃতিধন্য মংপু তে । দেখুন টেগোর মিউসিয়াম আর অর্কিড হাউস । যাবার পথেই পাবেন ছোট্ট পাহাড়ি দামাল নদী রিয়াং খোলা আর সেই কমলালেবুর গ্রাম । পরের দিন অর্থাৎ তৃতীয় দিন যেতে হবে লটপাঞ্ছর , আলধারা ভিউ পয়েন্ট । এই জায়গা গুলো এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পক্ষি দর্শনের জন্যে । 
মেঘবিতানে আছে দুটো পাঁচ বিছানা র কটেজ । যদি দুজন থাকেন তবে লাগবে ১৫০০ টাকা , তিনজন থাকলে ১৩০০ টাকা আর চার অথবা পাঁচ জন থাকলে লাগবে ১২০০ টাকা করে। হ্যাঁ , খাওয়া সমেত প্রতিদিন জনপ্রতি হিসাবে । চাইলে তাঁবুতেও থাকা যাবে @ ১০০০ টাকা হিসাবে । তবে কি এই পূজোর ছুটিতেই যাদের টিকিট আছে কিন্তু জায়গা ঠিক করতে পারেন নি , চলুন এই অরেঞ্জ ভ্যালিতে । ফোন করুন বুকিং এর জন্যে সমীর ধালি কে @ ৯৩৩৩৪৭৩৭৪৫ ( Samir Dhali @ 9333473745) The above rates are per head per day with food.



ছবি ও লেখা : Debasis Bonnerjee (কপি রাইটেড কনটেন্ট)
সোর্স : ফেসবুক

0 Comments