Image: Bobby Chowdhury |
কোনো একটা ছুটির দিন দেখে ঘুরতে বেরিয়ে পড়ুন! সন্ধ্যেবেলা শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে! উদ্দেশ্য বাজার করা!
খামোখা বাজার করার জন্য এতটা travel করার কি দরকার! কিন্তু যদি বাজার খানা হয় ভাসমান! নৌকার উপর! একটা নতুনত্ব আছে বই কি!
Image: Bobby Chowdhury |
পাটুলী থানা থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টপেজের দিকে এগুতে থাকা নোংরা লেক জুড়ে এখন নীল সাদা আলোর শোভা। লেকের ওপরে একশোরো বেশী নৌকা নিয়ে গড়ে উঠেছে কলকাতা দর্শনের লিস্টে নতুন সংযোজন- সুদৃশ্য এই ভাসমান বাজার। পুকুরের জলে ভারতের প্রথম তো অবশ্যই, এশিয়ারো নাকি প্রথম এই ভাসমান বাজার!
লেকের ওপর আঁকা বাঁকা শক্তপোক্ত কাঠের ব্রীজে হেঁটে চলে যাওয়া যায় যে কোন প্রান্তের নৌকায়। প্রতিটি নৌকাতেই রয়েছে বিদ্যুৎ সংযোগ। বিক্রি হচ্ছে ফুল ফল সব্জি থেকে প্রায় সবকিছুই। মাঝখানের সুন্দর ফোয়ারাটা নিজ খেয়ালে রং পাল্টে চলেছে।
পাটুলী থানার কাছে লেকের প্রবেশ দ্বার। গেটের মুখেই রেস্টুরেন্ট। উড়ো বিক্রি হচ্ছে নানান ধরনের রোল। লেকের পাশে সারিসারি বাঁধানো চেয়্যার। লোকজন পটাপট সেল্ফি ও বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে চলেছেন। যদিও কেনাকাটায় কারো আগ্রহ আছে বলে মনে হলো না। চারদিক ভেসে আসছে বিক্রেতাদের কথা --দাদা কিছু অন্তত নিন!
কিন্তু সদ্য নির্মিত এই ভাসমান বাজারে আমার মত বেশির ভাগ মানুষই এখানে বেড়াতে এসেছেন। কেনার জন্য নয়। যাইহোক সময়টা দিব্যি কেটেগেল। দিনটা সার্থক হতে মনটাও ফুরফুরে হয়ে এলো।
Image: Bobby Chowdhury |
Image: Bobby Chowdhury |
দরকারী পরামর্শ: যেকোন বাস ধরে পাটুলী মোড়ে নামুন। ট্রেনে এলে গড়িয়া স্টেশনে নেমে বাস ধরে মিনিট পাঁচেক। মেট্রোতে এলে বেস্ট অপশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টপেজ। সন্ধ্যের সময় এলে ভালো লাগবে নিশ্চিত।
0 Comments
Thank You!!!