Ra Vangla, a Royal treat in the Mountains

ছবিঃ Debasis Bonnerjee
ছবি ও লেখায় ঃ Debasis Bonnerjee
প্রায় ৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত দক্ষিণ সিকিমের রাবাংলার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। উঁচু-নিচু সবুজে ঢাকা পাহাড়। জনবসতিও কম । রাবাংলা থেকে ১৬ কিলোমিটার দূরের সুন্দরী টেমি চা বাগান । শুনেছি সিকিমের সেরা চা বাগান। অল্প দূরেই মরা আগ্নেয়গিরি টেনডং । রাস্তার ধারে পাহাড়ের ওপর পাইন, দেবদারু, ফার আর ধুপি গাছের জঙ্গল। রাস্তার আর এক দিকে গভীর খাদ। রঙবেরঙের নাম না জানা পাহাড়ি ফুল । কুয়াশা মাখা মিষ্টি সকাল । কোথাও ঝাপিয়ে নামছে প্রথম বর্ষার জলে প্রাণ পাওয়া দুরন্ত ঝরনা। কোথাও এক ঝাঁক রঙ্গিন প্রজাপতি । রাবাংলার পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়ার সে এক অনবদ্য অনুভূতি । দূরে দেখা যায় নেপালের পর্বতশৃঙ্গগুলি। সিকিমের কিছু পাহাড় ও দেখতে পাওয়া যায় ।

ক্লাউড এন্ড রিসোর্ট এ বসে গরম গরম মোমো কিমবা ঝলসানো মাংস দিয়ে সন্ধায় আপনার প্রিয় পানীয় সহযোগে জমাটি আড্ডা , পাহাড়ি পরিবেশকে এক অন্য মার্গে পৌঁছে দেবে ।

সকাল বেলা হয়তো শুনবেন চা বাগানের কামিন মেয়েদের টুকরি পিঠে করে যেতে যেতে গুন গুনানি পাহাড়ি গান । অসাধারন পরিশ্রমী এই গরিব মেয়েদের মুখ কিন্তু সদা হাস্যময় ।

শহরের এক পাশ থেকে উঠেছে মৈনাম পাহাড়। আর চোখের সামনে শুধুই রুপালি পর্বতমালা । আপনি হোটেলের ঘর থেকেই দেখুন কিমবা বাইরে এসে দেখুন ।

ছবিঃ Debasis Bonnerjee
রালাং হট স্প্রিংয়ের কাছেই অবস্থিত রালাং মঠ৷ গৌতম বুদ্ধের কথা গচ্ছিত রয়েছে এই মঠে৷ এই মঠটিতে প্রতি বছরই নানা উৎসব হয়ে থাকে৷ রালাং থেকে গাড়িতে সাত কিলোমিটার পথ গিয়ে প্রায় ৪৫ মিনিট হাঁটলে পৌঁছবেন বোরোংয়ে৷ কিছু দুরেই কেউজিং গ্রাম৷ সেখান থেকে ৮ কিলোমিটার দূূরে মাংব্রু গোম্পা ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের শোভা অপূর্ব । রাবাংলা থেকে যেতে পারেন পেলিং(৫৫ কিলোমিটার), ইয়ুকসম (৯০ কিলোমিটার) ও নামচি (৪০ কিলোমিটায়ারে৷

শিলিগুড়ি থেকে বাসে করে নামচি হয়ে পৌঁছে যাবেন রাবাংলা। ট্যাক্সি করেও যেতে পারেন। 
থাকবেন Cloud's End Retreat এ , যেখানে আটটা ঘর আছে বিভিন্ন দামের ( ১০৫০ থেকে ২৫০০ ) ।এর মধ্যে দুটো ডিলুক্স , দুটো সুপার ডিলুক্স , দুটো আপার কটেজ , একটা লোয়ার হনিমুন কটেজ আর একটা হোল বাজেট রুম কোনও একলা ট্রাভেলর এর জন্য । কথা বলুন বুকিং এর জন্য @8452877767


ছবি ও লেখায় ঃ Debasis Bonnerjeeকপিরাইটেড কনটেন্ট

1 Comments

Thank You!!!