মন্দারমনি বেশ কয়েক বছর আগেও মানুষের কাছে একটি অজানা স্থান ছিল। যদিও অসাধারণ সমুদ্র বিচ, বিস্তৃত ঝাউবন , আর সুবিশাল বালিয়াড়ির সংমিশ্রনে মন্দারমনি বর্তমানে পশ্চিমবঙ্গের ভ্রমণ স্থান গুলির মশায় বিশেষ জায়গা করে নিয়েছে। সে একদিনের ছোট্ট tour হোক বা নিরালায় বেশ কিছু দিন, মন্দারমনি আপনার মন কাড়বেই।
মন্দারমনি মেদিনীপুরে অবস্থিত। দিঘা থেকে প্রায় 33 কিলোমিটার আগে চাউলখোলা থেকে বা দিকে।
--------যাতায়াত--------
মন্দারমনি ট্রেনে যেতে হলে আপনাকে হাওড়া থেকে কাঁথির উদ্যেশ্যে রওনা দিতে হবে। কাঁথি থেকে প্রাইভেট গাড়ি ভাড়া পাওয়া যায়, যা একেবারে সমুদ্রতীর পর্যন্ত যায়। এছাড়া কাঁথি থেকে বাস এ চাউলখোলা, আর সেখান থেকে ট্রেকার এ, মন্দারমনি / দাদনপাত্রবাড়। দিঘা থেকেও প্রাইভেট গাড়ি কিংবা বাসে আসা যায়।
--------হোটেল ও রেস্টুরেন্ট------
মন্দারমনি তে বহু চটুল, রিসোর্ট ,কটেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে নিরালায় থাকতে চাইলে মোহনার দিকের রিসোর্ট গুলি বেশ আরামদায়ক।
--------খাওয়াদাওয়া---------
বাঙালি খাবার প্রায় সবই পাওয়া যায় এখানে। তবে বাজার যেহেতু দূরে তাই আগে থেকে বলে দিতে হয়। সবচেয়ে কাছের বাজার হলো দাদনপাত্রবাড়। এখানে মোটামুটি সবই পাওয়া যায়। মন্দার মনি মোহনা থেকে প্রায় 5 কিমি দূরে।
--------ঘোরার জায়গা---------
মন্দারমনির সুবিশাল 13 কিমি ড্রাইভিং বিচ আপনার মন কাড়বে। তাছাড়া রোস ভ্যালী র তৈরী একটি মন্দির ও রয়েছে , যা আপনি দেখতে পারেন। মোহনা রয়েছে প্রায় পাঁচ কিমি দূরে, যেখানে সংশয় খুবই মনোরম। তবে সাবধানে ও দেখে শুনে যাতায়াত করবেন। মোহনার কাছে বালিয়াড়ি খুব নরম।
মন্দারমনি সম্পর্কে আরো অনেক কিছু জানতে আমার মন্দারমনির নিজস্ব সাইটে visit করুন।
0 Comments
Thank You!!!